Logo
×

Follow Us

রূপচর্চা

ত্বক ফাটা দূর করবে ঘৃতকুমারী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ১২:৩১

ত্বক ফাটা দূর করবে ঘৃতকুমারী

ছবি: দ্য এশিয়ান এইজ

ঘৃতকুমারীর স্বাস্থ্য উপকারিতা অনেক। চুল ও ত্বকের যত্নেও এটি ব্যবহৃত হয়। অনেক আগে থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ব্রণ ও শুষ্কতা দূর করে এটি।

জানুন রূপচর্চায় ঘৃতকুমারীর সঠিক ব্যবহার সম্পর্কে:

১. ঘৃতকুমারীর জেল ব্রণ বা মেছতার দাগ দূর করে। ত্বককে আর্দ্র করে। ব্রণ দূর করতে ২টি অ্যালোভেরা পাতার অর্ধেক অংশের জেল বের করে নিন। এর সাথে কিছুটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এসেনশিয়াল অয়েল না থাকলে শুধু ঘৃতকুমারীর জেল লাগালেও হবে।

২. ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সাথে ১ টেবিল চামচ আমন্ড দুধ এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকের তারুণ্য ধরে রাখবে। উজ্জ্বলতা বাড়াবে।

৩. শীতকালে ত্বক ফাটার সমস্যা দেখা দেয়। অ্যালোভেরা জেলের সাথে অলিভ অয়েল এবং মধু মিশিয়ে ফাটা ত্বকে লাগান। এতে ত্বক কোমল ও নরম থাকবে।

৪. মেকআপ তুলতে ঘৃতকুমারী ভালো কাজ করে। অধিকাংশ আই মেকাপ রিমুভার রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। তাই এ ধরনের পণ্য ব্যবহার না করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫